ঝালকাঠিতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

- আপডেট সময় : ০৮:২৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
ঝালকাঠির নলছিটিতে উপজেলা যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে, কুষ্টিয়ার কুমারখালীতে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গেলরাতে নলছিটি পৌর এলাকার হাইস্কুল রোডে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জেরে তরিকুল ইসলাম সুমনকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে রাতেই মাঠে নেমেছে পুলিশের গোয়েন্দা সংস্থা।
কুষ্টিয়ার কুমারখালীতে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ পুলিশ উদ্ধার করেছে। দুপুরে উপজেলার সদকী ইউনিয়নের সদকী রায়পাড়া এলাকার স্বামী বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এদিকে, নারায়ণগঞ্জের ফতুল্লায় শত্রুতার জেরে আফজাল নামে এক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে।
ফতুল্লা থানার এসআই আজিজুল হক জানান, আধিপত্য নিয়ে কিছুদিন আগে বাঁশমুলি এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী রাজু প্রধান বাহিনীর সদস্য রাশেদকে কুপিয়ে আহত করে আফজাল ও তার সহযোগিরা।
এ ঘটনায় ফতুল্লা থানায় পাল্টাপাল্টি মামলা হলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। সকালে আফজালকে রাস্তায় পেয়ে এলাপাতাড়ি কুপিয়ে আহত করে রাজু প্রধান ও তার সহযোগিরা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।