ঝালকাঠিতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীসহ তিনজন গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
ঝালকাঠির নলছিটিতে স্বামী পঙ্কজ চন্দ্র শীলকে হত্যার অভিযোগে স্ত্রী সোনালী শীলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১২ জুন রাতে জগন্নাথপুরের পোনাবালিয়া বাজারের পাশের খাল থেকে হাত-পা বাধা অবস্থায় নরসুন্দর পঙ্কজ চন্দ্র শীলের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরের দিন পঙ্কজের বাবা অজ্ঞাতদের আসামি করে নলছিটি থানায় মামলা করেন। পুলিশের ধারণা, তাকে হত্যা করে মরদেহ খালে ফেলে দেয়া হয়। তদন্তের পর গতরাতে পঙ্কজ শীলের স্ত্রী- সোনালীকে বাবার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সঙ্গে জড়িত সোনালীর চাচাতো ভাইয়ের দুই ছেলে- বিশ্বজিত ও শুভকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের কথা স্বীকার করেছে তারা।