ঝালকাঠির জাহাজে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ঝালকাঠির জাহাজে বিস্ফোরণে দগ্ধ পাঁচজন ঢাকা মেডিকেলে মারা গেছেন। তারা শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।
মঙ্গলবার তাদের মৃত্যু হয় বলে জানান ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন। জাহাজে বিস্ফোরণের মোট ৬ জনের মৃত্যু হলো। শুক্রবার সকালে ঝালকাঠির সুগন্ধা নদীর পৌর খেয়াঘাটে নোঙ্গর করে রাখা জাহাজ সাগর নন্দিনী-৩’এর পাম্পরুমের পাইপের মধ্যে বিস্ফোরণ হয়। এ সময় জাহাজে কর্মরত ৮ জন দগ্ধ হন। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা তাদের জেলা সদর হাসপাতালে নিলে জাহাজের শুকানী কামরুল ইসলামকে মৃত ঘোষণা করা হয়। বাকি দগ্ধ ৭জনকে প্রথমে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।