ঝালকাঠির মাঝ নদীতে চলন্ত লঞ্চে আগুন লেগে নিহত হয়েছে ৩০ জন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ঝালকাঠির মাঝ নদীতে চলন্ত লঞ্চে আগুন লেগে নিহত হয়েছে ৩০ জন। মধ্যরাতে এমভি অভিযানের ইঞ্জিন রুমে আগুন ধরে যায়।
দগ্ধ প্রায় দুইশতাধিক। ৭২ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ জানাচ্ছে, ঝালকাঠির সুগন্ধা নদীর দপদপিয়ায় গেলো রাত ৩টায় আগুন লাগলে লঞ্চটি সদর উপজেলার দিয়াকুল এলাকায় গিয়ে নোঙর করে। খবর পেয়ে ঝালকাঠির ফায়ার সার্ভিসেরকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানা গেছে সিগারেট বা বিড়ির আগুন থেকে আগুন লেগে থাকতে পারে। যা ইঞ্জিন রুমের পাশেই বসানো ছিলো। হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।