ঝালকাঠি এবং বরিশালে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে অন্তত ১০ জন দগ্ধ
- আপডেট সময় : ০২:১৪:২১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ঝালকাঠি এবং বরিশালে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে অন্তত ১০ জন দগ্ধ হয়েছে।
রাজাপুরের বাদুরতলা এবং কাঠালিয়ার দক্ষিণ তালগাছিয়া গ্রামে এই আগুনের ঘটনা ঘটে। ভোরে বাদুরতলা বাজারের ১টি বসতঘর ও ৪টি দোকান ছাই হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে ৩ জন দগ্ধ হয়। এদিকে, ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে কাঠালিয়ার দক্ষিণ তালগাছিয়া গ্রামে ৪টি বসতঘর পুড়ে গেছে। এ সময় দগ্ধ হয় দু’জন।আলাদা এ ঘটনায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।
অন্যদিকে, বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে গৌরনদীর বাসস্ট্যান্ড এলাকায় ২৫টি দোকান সম্পূর্ণ ও ১৪টি দোকান আংশিক ভস্মীভূত হয়েছে। এ সময় আগুন নেভাতে গিয়ে ৫ জন আহত হয়। পরে ফায়ার স্টেশনের সদস্যরা স্থানীয়দের সহযোগীতায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৭টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনে। এতে সোয়া কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।