ঝিনাইদহের কালীগঞ্জে আলদা সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
রাজবাড়ী ও ঝিনাইদহের কালীগঞ্জে আলদা সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে।
রাজবাড়ী পৌরসভার বড়পুল মোড় এলাকায় আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে অটোরিক্সা উল্টে দুই গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। পুলিশ জানায়, এতে দু’জন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহের কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশ জানায়, উপজেলার খয়েরতলায় ট্রাকটি বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে, অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে রাজু ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে। সকালে জেলা শহরের দক্ষিণ পৈরতলা রেলগেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে রাতে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।