ঝিনাইদহের কালীগঞ্জে ঘরে ঢুকে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ঝিনাইদহের কালীগঞ্জে ঘরে ঢুকে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা।
গেলরাতে উপজেলার দিঘারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিজ ঘরে একা ঘুমিয়ে ছিল ওই গ্রামের রেজাউল ইসলাম। রাত ৩ টার দিকে কে বা কারা এসে তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। কি কারণে এ হত্যাকাণ্ড তা জানাতে পারেনি পুলিশ।