ঝিনাইদহের মঙ্গলপুর গ্রামে নেই মানুষের কোন বসবাস
- আপডেট সময় : ০১:৪০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
- / ১৬০৩ বার পড়া হয়েছে
পুকুর, দরগা, ডিপ টিউবয়েল সবই আছে। নামও মঙ্গলপুর গ্রাম। অথচ এই গ্রামে নেই মানুষের কোন বসবাস। শুনতে অবাক লাগলেও ঝিনাইদহের কোটচাদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের গ্রামের তালিকায় রয়েছে এই নামটি। প্রায় দেড়’শ বছর আগে এই গ্রামে বসবাস করত মানুষ। যার ধংসাবশেষ দেখা যায় মঙ্গলপুর গ্রামে গেলে।
প্রায় দেড়’শ বছর আগে গ্রামের এই রাস্তায় চলাফের করতো মানুষ। পুকুরে করতো গোসল, দরগায় দিত মানত। গ্রাম জুড়ে ছিলো ঘর বাড়ি আর মানুষের বসবাস। কিন্তু এখন বিশ্বাস করাই কঠিন যে এটি ছিলো জনবসতি গ্রাম। এখন এই গ্রামে শুধুই করা হয় চাষাবাদ।
স্থানীয়রা জানায়, বহু বছর আগে মহামারি কলেরায় ওই গ্রামের অনেক মানুষ প্রাণ হারান। মহামারি থেকে বাঁচতে ধীরে ধীরে গ্রামের মানুষেরা অন্যত্র চলে যান। তখন থেকেই গ্রামটি জনশূন্য হয়ে পড়ে।
সম্প্রতি জনশূন্য মঙ্গলপুরে বসতি স্থাপনের কার্যক্রম হাতে নিয়েছে সরকার। মুজিববর্ষের উপহার হিসেবে গ্রামটিতে ভূমিহীন পরিবারের জন্য ঘর নির্মাণ করা হয়েছে। একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে। যে কারণে মানুষের আনাগোনাও বেড়েছে।
কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে, উপজেলা শহর থেকে ৬ কিলোমিটার দক্ষিণে এলাঙ্গী ইউনিয়নের ৬৬ নম্বর মৌজায় অবস্থিত গ্রামটি।