ঝিনাইদহে অনাবৃষ্টিতে ঝরে যাচ্ছে বাগানের আম
- আপডেট সময় : ০২:৩৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
অনাবৃষ্টিতে ঝিনাইদহে ঝরে যাচ্ছে বাগানের আম। দেখা দিয়েছে কালো দাগ। প্রতিষেধক দিয়েও কাজ হচ্ছেনা। এবারও ক্ষতির আশংকা করছে বাগান মালিক ও ব্যবসায়ীরা। কৃষি বিভাগ বলছে, ঝরে পড়া রোধে দরকার পর্যাপ্ত সেচ। একইসঙ্গে প্রয়োগ করতে হবে বোরন, দস্তা জাতীয় সার।
মৌসুমের শুরুতে ঝিনাইদহ সদরের কালুহাটিসহ বিভিন্ন এলাকার আম বাগানে ছিল মুকুলের সমারোহ। তা দেখে গত মৌসুমে আম্পানের ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছিল চাষিরা। কিন্তু বিপদ কিছুতেই পিছু ছাড়ছেনা। বেশিরভাগ বাগানের আম ঝরে যাচ্ছে। আম্রপলি, ল্যাংড়া, খিরসা, হাড়িভাঙ্গা, হিমসাগরসহ নানা জাতের আমে দেখা দিয়েছে কালো দাগ। সেচ পাম্প থেকে পানি দিলেও সমস্যা কাটছেনা।
কৃষি বিভাগ বলছে, ঢালাও পদ্ধতিতে সেচ আর প্রয়োগ করতে হবে বোরন ও দস্তা জাতীয় সার। এ বছর জেলায় প্রায় তিন হাজার হেক্টর জমিতে আম বাগান করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৭ হাজার মেট্টিক টন।