ঝিনাইদহে অনিবন্ধিত ডায়াগনষ্টিক সেন্টার বন্ধে অভিযান

- আপডেট সময় : ০৬:৩৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
ঝিনাইদহে অনিবন্ধিত প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধে অভিযান পরিচালনা করছে স্বাস্থ্য বিভাগ। দুপুরে শহরের আরাপপুর, টার্মিনাল, হামদহসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মিথিলা ইসলাম জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে নিবন্ধনহীন হাসপাতালে তালা ঝুলিয়ে সিলগালা করা হয়েছে। নিবন্ধন পাওয়ার পর তা চালু করতে পারবে। এ পর্যন্ত ওমেগা প্রাইভেট হাসপাতাল, ছন্দা হাসপাতাল এ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টার, ঢাকা ল্যাব এ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টার , নোভেল প্রাইভেট হাসাপাতালসহ ৮টি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। জেলায় ১’শ ৭৯ টি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার রয়েছে। যার মধ্যে ২৭ টি অনিবন্ধিত ও ৪৮টির নবায়ন করা হয়নি।