ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়ীঘরে হামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০২:১২ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়ীঘরে হামলা-ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। গত রাতে সদর উপজেলার হাটবাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামের জাহাঙ্গীর মিস্ত্রী ও আলী আকবর শেখের মধ্যে বিরোধ চলছিল।এরই জেরে রাতে জাহাঙ্গীর মিস্ত্রির ২৫ সমর্থক আলী আকবর শেখের সমর্থকদের বাড়ি-ঘরে হামলা চালায়। এসময় ওই গ্রামের শওকত মুন্সী, বদিয়ার, নাসিরুল, মাসুদ শেখ, মামুন শেখের বাড়ীর, আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।