ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
- আপডেট সময় : ০২:৩৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। সকালে সদর উপজেলার গান্না ও মহেশপুর উপজেলার চড়কতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সকালে কোটচাঁদপুরের তালসার গ্রাম কয়েকজন দিনমজুর স্থানীয় যান যোগে কালীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে গান্না বাজারে পৌঁছালে মেহেরপুর থেকে খুলনাগামী আর এ পরিবহণের একটি বাস পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ফজলু মোল্লা নামের এক দিনমজুর ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হয় ৪ জন। অপরদিকে, মহেশপুর শহর থেকে এক এনজিও কর্মী দেবদাস মন্ডল মোটরসাইকেল করে চড়কতলা এলাকায় যাচ্ছিলেন।পথে চড়কতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেল টিকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় দেবদাস মন্ডল রাস্তায় ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, নেত্রকোনার পূর্বধলায় ট্রেনের নিচে কাটা পড়ে গোপাল ঘোষ নামে এক বৃদ্ধ মারা গেছেন। সকাল ৮টার দিকে উপজেলার জারিয়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।