ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ফল উৎসব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ফল উৎসব। প্রায় হারিয়ে যাওয়া দেশি জাতের নানা ফলের সাথে বর্তমান প্রজন্মের পরিচিতি ঘটাতে এই প্রয়াস।
দিনভর ফলের পসরা সাজিয়ে উৎসবে মেতেছিল ঝিনাইদহের স্কুল শিক্ষার্থীরা। আয়োজকরা জানায়, মধুমাসে নতুন প্রজন্মকে দেশীয় ফলের সাথে পরিচিত করতে শহরের আদর্শপাড়ায় মর্নিংবেল চিল্ড্রেন একাডেমী আয়োজন করে এ ফল উৎসবের। আম, জাম, লিচু, কাঠাল, জামরুল, তরমুজ, পেয়ারা, পেপে, কলা, ডেওয়া, আশফলসহ প্রায় ৩০ প্রকার দেশীয় ফলের পসরা বসায় শিক্ষার্থীরা। শিশুদের সাথে পরিবারের লোকজনও মেতে ওঠে উৎসবে। অপরিচিত অনেক ফল দেখতে পেয়ে খুশি দর্শনার্থীরা।