ঝিনাইদহে এক তরুণীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহে এক তরুণীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার গোপালপুর-চোরকোল সড়কে বালির গর্ত এলাকার ওই যুবতীর মরদেহ পাওয়া যায়।
পরে, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহতের মুখ ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সিআইডি পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার পরিচয় উদ্ধার করেছে। সোনিয়া খাতুন নামের ওই তরুণীর বাড়ি যশোরের বাঘারপাড়ার রায়পুর গ্রামে। হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।