ঝিনাইদহে এখনও ঝুলছে নির্বাচনের ব্যানার-পোস্টার
- আপডেট সময় : ০১:০৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
- / ১৭২৬ বার পড়া হয়েছে
সংসদ নির্বাচন শেষে হলেও ঝিনাইদহ জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় এখনও ঝুলছে প্রার্থীদের ব্যানার-পোস্টার। যার অধিকাংশই পলিথিন দিয়ে লেমোনেট করা। এতে শহরের সৌন্দর্য নষ্ট হয়ে ক্ষতির মুখে পরিবেশ-প্রকৃতি। দ্রুত এসব ব্যানার পোস্টার অপসারণ করে পুড়িয়ে ফেলার পরামর্শ পরিবেশবিদদের। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদ’র প্রতিবেদন।
ঝিনাইদহ শহরের কেন্দ্রস্থল পায়রা চত্বর। রাস্তার দু’পাশ দিয়ে ঝুলছে হাজার হাজার পোস্টার। কোথাও কোথায় রশি ছিড়ে রাস্তার পাশে পড়ে রয়েছে পরিবেশের জন্য ক্ষতিকর এই পোস্টারগুলো।
নির্বাচন শেষ হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে স্ব স্ব প্রার্থী পোস্টার অপসারণ করার নিয়ম থাকলেও কোন প্রার্থী সেই আইন মানছেন না। পলিথিন দিয়ে মোড়ানো থাকায় যা সহজে নস্ট হচ্ছে না। এতে যেমন নষ্ট হচ্ছে সৌন্দর্য সেই সাথে ক্ষতির আশংকা রয়েছে পরিবেশের। দ্রুতই এসব ব্যানার পোস্টার অপসারনের আশ্বাস পৌর কর্তৃপক্ষের।
জেলা থেকে এসব ব্যানার পোস্টার অপসারণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদফতরের এই কর্মকর্তা
ঝিনাইদহের ৪ টি সংসদীয় আসনে এবার ২৬ জন প্রার্থী সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বতী করেছেন। জেলার ৬ টি উপজেলায় অন্তত ৫ লাখ পোস্টার টাঙানো হয়েছিল যার অধিকাংশই লেমোনেটিং করা।