ঝিনাইদহে কলার দাম বাড়ায় খুশি চাষী ও ব্যবসায়ীরা
- আপডেট সময় : ০৮:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহে কলার দাম বাড়ায় খুশি চাষী ও ব্যবসায়ীরা। পাইকারি পর্যায়ে প্রতি কাদি কলা জাতভেদে দু’শ থেকে ছ’শ টাকায় বিক্রি হচ্ছে। ভালো দাম পেয়ে গতবারের লোকসান কাটিয়ে ওঠার আশা করছেন তারা। কৃষি বিভাগ বলছে, প্রযুক্তিগত সহযোগিতাসহ বালাই ব্যবস্থাপনায় কৃষকদের সহায়তা করা হচ্ছে।
ঝিনাইদহ শহরের পবহাটি কলা হাট এটি। জেলা সদর, শৈলকূপা, হরিণাকুন্ডু, কালীগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে এখানে কলা নিয়ে আসে চাষী ও ব্যবসায়ীরা। প্রকারভেদে প্রতি কাদি চাপা কলা দু’শ থেকে আড়াই’শ, সবরি কলা চার’শ থেকে পাঁচ’শ, সাগর কলা এক’শ ৮০ থেকে দু’শ ২০ ও ধুপছায়া কলা পাঁচ’শ থেকে ছ’শ টাকায় বিক্রি হচ্ছে।
এখান থেকে কলা পাঠানো হচ্ছে ঢাকা, নারায়নগঞ্জ, কুমিল্লা সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায়। কলার দাম ভালো পেয়ে খুশি কৃষক। গত মৌসুমে করোনা আর ঘূর্ণিঝড় আম্পানের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়ার আশা করছে তারা। আগামীতে কলার দাম আরও বাড়তে পারে বলে জানায়, ব্যবসায়ীরা।
ফলন ভালো পেতে কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ ও বালাই ব্যবস্থাপনায় সহায়তা করা হচ্ছে বলে জানায়, কৃষি বিভাগ।
এখন পর্যন্ত জেলায় পাঁচ হাজার আট’শ পাঁচ হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। এ বছর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৩৬ হাজার তিন’শ ৭২ মেট্টিক টন।