ঝিনাইদহে গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার মামলার রায়ে ৯ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

- আপডেট সময় : ০৭:৩৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহে গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার মামলার রায়ে ৯ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১১ মার্চ ঝিনাইদহ সদর উপজেলার বিষখালী গ্রামের আরব আলীর স্ত্রী রেনু বেগমকে পার্শ্ববর্তী বাঁশবাগানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের স্বামী পরদিন ১৬ জনকে আসামি করে থানায় মামলা করেন। সেই মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ রায় দেন। মামলার বাদী ও নিহতের স্বামী আরব আলী বলেন, দীর্ঘদিন পর স্ত্রী হত্যার বিচার পেয়ে খুশি তিনি।
সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু সালাম আলীকে অপহরণ ও হত্যার দায়ে আমির চাঁন নামে এক যুবককে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় প্রদান করেন।