ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষক নিহত
- আপডেট সময় : ০৫:২৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষক নিহত হয়েছেন। এছাড়া টঙ্গীতে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এক গৃহবধূকে। এছাড়া নায়ায়ণগঞ্জ, সাভার ও নাটোরে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গাজীপুরের টঙ্গীতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শান্ত মল্লিকের বিরুদ্ধে। টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাৎ করতেই এই খুন দাবী স্বজনদের। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। শান্ত মল্লিক পালিয়ে গেছেন।
অন্তঃসত্ত্বা গৃহবধূ রাবেয়া বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লায় শান্তিনগর এলাকার ভাড়া বাসা থেকে নিহতের স্বামী সোহেল আহমেদ অপুকে আটক করেছে পুলিশ।
সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী বটতলায় বাক প্রতিবন্ধী এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে এলাকার চারতলা ভবনের তিনতলার একটি ফ্ল্যাটে ভাইয়ের সাথে বসবাস করতেন ওই নারী।
নাটোরে পলি খাতুন নামে রাজশাহী ল-কলেজের এক ছাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। সকালে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঝিনাইদহে দুই ভাই আতিয়অর রহমান ও আল আমিন। পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে ধরে দুই ভাইয়ের বিরোধ অনেকদিনের। সোমবার বিকেলে বাঁশ কাটতে গেলে আতিয়ারকে বাধা দেয় ভাই আমিন ও ভাতিজা রমজান। বিতর্কের এক পর্যায়ে আল আমিন ও তার পরিবারের সদস্যরা আতিয়ারকে মারধর করে। এতে গুরুতর অসুস্থ আতিয়ারকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান