ঝিনাইদহে জমি নেই ঘর নেই প্রকল্পে ভূমিহীনদের ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগ
- আপডেট সময় : ০৩:৩২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
- / ১৬০৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহে জমি নেই ঘর নেই প্রকল্পে ভূমিহীনদের ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগ উঠেছে। বরাদ্দের তালিকা থেকে বঞ্চিত হয়েছে প্রকৃত ভূমিহীনরা।ঘর পেয়েছে অনেক বিত্তশালীও। স্বজনপ্রীতি, আর যাচাই-বাছাই কমিটির খামখেয়ালীপনায় এমনটি হয়েছে বলে মনে করেন সচেতন মহল। সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি তদন্ত করে প্রমাণিত হলে তাদের বরাদ্দ বাতিল করে তা দেয়া হবে প্রকৃত ভূমিহীনদের নামে।
ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর গ্রামের স্বামী পরিত্যক্তা পারভীন আক্তার। নেই নিজের থাকার মতো কোন ঘর বা জমি। বোনের বাড়ির একটি ঘরে থাকেন তিনি। সংসার চলে অন্যের বাসায় কাজ করে। ভূমিহীনদের জন্য দেয়া উপহারের ঘর পেতে করেছিলেন আবেদন। কিন্তু ভাগ্যে জোটেনি প্রধানমন্ত্রীর উপহার।
অসহায় ভূমিহীন পারভীন আক্তার ঘর না পেলেও সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের বঙ্গবন্ধু পল্লী আশ্রয়ন প্রকল্পে ঘর পেয়েছে বেশ কয়েকজন বিত্তশালী। প্রকল্পের ২ নম্বর ঘরটি বরাদ্দ দেয়া হয়েছে বানিয়াকান্দা গ্রামের কৃষক রাহেনউদ্দিনের নামে। কিন্তু তার রয়েছে ফ্ল্যাট বাড়ি। বরাদ্দ পেয়েও থাকেন না ওই ঘরে।
আশ্রয়ন প্রকল্পে ৩১ নম্বর ঘরের মালিক হেলালের রয়েছে পাকা ঘর ও ফসলী জমি। একইভাবে বসতভিটা থাকা সত্বেও একই পরিবারের দু’জন পেয়েছে ঘর। এভাবেই স্বচ্ছলদের বরাদ্দ দেয়া হয়েছে বেশ কয়েকটি ঘর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কমিটির মাধ্যমে এসব বরাদ্দ হয়েছে। যদি অনিয়ম ঘটে তাহলে বরাদ্দ বাতিল করা হবে।
প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের ঘর রয়েছে ৪৬টি। যার মধ্যে ১০টি ঘর এখনো তালাবদ্ধ।