ঝিনাইদহে পাচারের সময় ৯ কেজি ১’শ গ্রাম রূপাসহ ২ জন আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ঝিনাইদহে পাচারের সময় ৯ কেজি ১’শ গ্রাম রূপাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
দুপুরে সদর উপজেলার সাধুহাটি এলাকা থেকে তাদের আটক করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানায়, চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ হয়ে বাসযোগে রূপা পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সাধুহাটি এলাকায় চেকপোস্ট বসিয়ে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি যাত্রীবাহি বাস তল্লাসী করে ৯ কেজি ১’শ গ্রাম রূপাসহ শাহজাহান আলী ও সাইফুল ইসলাম নামের দুইজনকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামে।