ঝিনাইদহে পুত্রবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শ্বশুরের আত্মহত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
পারিবারিক কলহের জেরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে গৃহবধূকে কুপিয়ে পরে নিজে আত্মহত্যা করেছেন শ্বশুর।
পুলিশ জানায়, উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আব্দুল গনি নিজের জমি বিক্রির টাকা নিয়ে ছেলের বউ নয়ন তারার সঙ্গে সোমবার সন্ধ্যায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শ্বশুর আব্দুল গণি ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে নয়নকে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার পর আব্দুল গনি নিজ বাড়িতে বিষপান করে। পরিবারের লোকজন তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানেই তিনি মারা যান।