ঝিনাইদহে বিধিনিষেধ মেনে গণপরিবহণ চালুর দাবি পরিবহন শ্রমিক নেতাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহে বিধিনিষেধ মেনে গণপরিবহণ চালুর দাবি জানিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা।
সকালে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক জরুরী সভায় সরকারের প্রতি এ আহ্বান জানান তারা। একইসংগে পরিবহণ শ্রমিকদের ১০ টাকা কেজি দরে চাল কেনার সুবিধা দিতেও সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন। সভায় সংগঠনটির সভাপতি ওয়ালিউর রহমান, সাধারণ সম্পাদক আশারাফুজ্জামান খোকনসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। এসময় তারা বলেন, শুধুমাত্র গণপরিবহণ বাদে এখন সবকিছু চালু রয়েছে। এ অবস্থায় সরকারের দেয়া নির্দেশনা মেনে ৫০ ভাগ যাত্রী নিয়ে বাড়তি ভাড়ায় গণপরিবহণ চালুর দাবি জানান তারা।