ঝিনাইদহে বিষধর সাপের কামড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ঝিনাইদহে বিষধর সাপের কামড়ে সোহেল রানা নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার বাশেরদাড় গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও রামচন্দ্রপুর কলেজের ছাত্র।
পুলিশ জানায়, গেল রাতে গ্রামের বেড়াশুলা মোড়ের মাঠে সে পুকুরের মাছ পাহারা দিতে যায়। এ সময় বিষধর একটি সাপ তাকে দংশন করে। স্থানীয়ভাবে চিকিৎসার পর সকালে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে ঢাকায় রেফার করা হয়। ঢাকা নেয়ার পথে ফেরিঘাটেই মারা যায় সোহেল।