ঝিনাইদহে বোরো ধানের চারা ট্রান্সপ্লান্টার দিয়ে রোপণ কার্যক্রমের উদ্বোধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
বোরো ধানের চারা– রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে রোপণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে ঝিনাইদহে।
দুপুরে সদর উপজেলার গাগান্না গ্রামের মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ। পরে রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে শতাধিক কৃষকের ৫০ একর জমিতে হাইব্রিড তেজগোল্ড ধানের চারা রোপণ করা হয়। এসময় কৃষক-কৃষানী, জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এতে করে কৃষক ভাল মানের চারা উৎপাদন করে অল্প সময়ের মধ্যে কম খরচে অধিক জমিতে ফসল আবাদ করতে পারবে।