ঝিনাইদহে ব্রীজ ভেঙ্গে যাওয়া দুর্ভোগে প্রায় ৩০ গ্রামের মানুষ
- আপডেট সময় : ০২:১৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
- / ১৬৮১ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপায় জিকে সেচ প্রকল্পের ব্রীজ ভেঙ্গে যাওয়া চরম দুর্ভোগে প্রায় ৩০ গ্রামের মানুষ। দীর্ঘ ৫ মাস ব্রীজ ভেঙ্গে থাকলেও সংস্কার করার জন্য কর্তৃপক্ষের নিকট বার বার জানিয়েও কোন কাজ হচ্ছে না। তবে সংশ্লিষ্ঠ কর্মকর্তা বলছে মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।
জেলার শৈলকুপা উপজেলার চরপাড়া গ্রামে মানুষের যাতায়াতের একমাত্র ব্রীজটি ভেঙ্গে আছে বহুদিন ধরে। ফলে চরমদুর্ভোগ পোহাতে হচ্ছে ওই এলাকার মানুষের। চরপাড়া, সাধুহাটি, নাগপাড়া, হরিহরাসহ প্রায় ৩০ গ্রামের মানুষ দৈনন্দিন প্রয়োজনে জিকে সেচ খালের ব্রিজটি পার হয়ে যেতে হয় খুলুমবাড়িয়া বাজারে।
ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় প্রায় ৫ কিলোমিটার ঘুরে বাজারসহ বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে ওই এলাকার মানুষদের। দুর্ভোগ তো আছেই পাশাপাশি যাতায়াতে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। তাই দ্রুত ব্রিজটি সংস্কারের দাবি স্থানীয়দের।
বাঁশের সাকো দিয়ে আপাতত চলাচলের ব্যবস্থা করা হয়েছে। পানি উন্নয়বোডের্র কর্মকর্তাদের জানিয়েও কোন কাজ হচ্ছে না বললেন এই জনপ্রতিনিধি । উর্ধ্বতন কর্তৃপক্ষকে সংস্কারের জন্য বরাদ্দের বাজেট পাঠানো হয়েছে। বরাদ্দের অনুমতি পেলেই কাজ শুরু করা হবে বলে জানান এ কর্মকর্তা। ষাটের দশকে নির্মিত ব্রিজটি ঝিনাইদহ ছাড়াও কুষ্টিয়া ও রাজবাড়ির জেলার মানুষের চলাচলের সহজ মাধ্যম।