ঝিনাইদহে ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় বিস্ফোরণে একজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৮:০৫ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। জানা গেছে, নিহত শফিক একজন শ্রমিক। এ সময় আরও ২ জন আহত হয়েছেন। দুপুর ১টার দিকে এ বিস্ফোরণ ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মালখানায় রেক তৈরির জন্য কাজ করছিল গণপুর্ত বিভাগের ওয়েল্ডিং মিস্ত্রীরা। হঠাৎ বিকট শব্দ শুনতে পান আদালতে থাকা উপস্থিত মানুষ। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সেখান থেকে আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে শফিকুল ইসলামের নামের একজনের মৃত্যু হয়। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।