ঝিনাইদহে রাসায়নিক সারের অবৈধ মজুদের অপরাধে ২ ব্যবসায়ীকে জরিমানা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহে রাসায়নিক সারের অবৈধ মজুদের অপরাধে ২ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১ লাখ ২০ হাজার টাকা আদায়ের পাশাপাশি ১২’শ বস্তা সার জব্দ করা হয়।
দুপুরে সদর উপজেলার হাটগোপালপুরে অভিযান চালিয়ে এ দন্ডাদেশ প্রদান করেন সদর উপজেলা সহকারী কমিশনার শারমীন আক্তার সুমী। সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম জানান, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা কিছু অসাধু ব্যবসায়ী রাসায়নিক সারের অবৈধ মজুদ করে। অভিযানে গোডাউন থেকে ৮’শ বস্তা ও একটি দোকান থেকে ৪’শ বস্তা ডিএসপি, টিএসপি ও ইউরিয়া সার জব্দ করা হয়। অপরাধে ব্যবসায়ী কৃষ্ণ গোপাল দত্তকে ১ লাখ ও কামরুল জোয়ার্দ্দারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত সার সদর উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের কাছে বিক্রির জন্য ডিলার ও সাব-ডিলারদের হাতে তুলে দেয়া হয়।