ঝিনাইদহে স্কুলের জায়গা দখল করে নির্মাণ সামগ্রী রাখার অভিযোগ
- আপডেট সময় : ০৩:৪৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহে স্কুলের জায়গা দখল করে নির্মাণ সামগ্রী রাখার অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। মাঠ বোঝাই পাথরসহ স্কুল প্রাঙ্গণজুড়ে ফেলে রাখা হয়েছে ভারী যন্ত্র। নির্মাণ কাজের সময় মেশিনের বিকট শব্দ আর টায়ার পোড়ানো কালো ধোঁয়ায় ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের পাঠদান। স্কুল কর্তৃপক্ষ বলছে, নিষেধের পরও জোরপুর্বক স্কুলের জায়গা দখল করেছে ঠিকাদার।
ঝিনাইদহ সদর উপজেলার খড়াশুনি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এটি। খেলার মাঠে জুড়ে রয়েছে সড়ক সংস্কারের নির্মাণ সামগ্রী রেখেছে শহিদুল ইসলাম নামের এক ঠিকাদার। মেসার্স শহিদুল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠার সড়ক নির্মাণের উপকরণ বিদ্যালয়ের বড় অংশজুড়ে ফেলে রেখেছে। মাঠজুড়ে ছড়িয়ে আছে পাথরের কুচি। মাঠটির মাঝেই পাথর-বালু মিশ্রণের জন্য প্লান্ট মেশিন বসানো আছে। বিকট শব্দে চলছে সেটি। স্কুলের দরজা জানালা বন্ধ করে কোনমত পাঠদান করাচ্ছেন শিক্ষকরা। বিদ্যালয়ের সামনে নির্মাণ সামগ্রী থাকায় বন্ধ শিশুদের খেলাধুলা। এমনকি বিদ্যালয়ের বারান্দা দখল করে করা হচ্ছে রান্নার কাজ। এতে চরম বিপাকে পড়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
স্কুল কর্তৃপক্ষ বলছে, ঠিকাদারী প্রতিষ্ঠান অনেকটা জোরপুর্বক মাঠ দখল করে কাজ করছে। তারা নিষেধ করলেও শোনেনি ঠিকাদার। স্কুল ছুটি থাকায় সেখানে নির্মাণ সামগ্রী রেখেছিলেন। দ্রুত সময়ের মধ্যেই এসব উপকরণ সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান। শিক্ষা অফিস বলছে দ্রুত সময়ের মধ্যে এসব উপকরণ অপসারণ করা না হলে নেয়া হবে আইনগত ব্যবস্থা। খড়াশুনি স্কুল থেকে প্রায় ৫ কিলোমিটার দুরে কালীগঞ্জ উপজেলার তৈলকুপ এলাকায় সড়কের কাজ চলছে। স্কুলটির মাঠে প্রায় দেড়মাস যাবত নির্মাণ সামগ্রী রেখে দিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান।