ঝিনাইদহ থেকে নিখোঁজের ১০ দিন পর এক কৃষকের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহ থেকে নিখোঁজের ১০ দিন পর এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সকালে গ্রামের মেহগনি বাগানে তার বস্তাবন্দি অর্ধ-গলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। ১ নভেম্বর রাতে বাজারে যাওয়ার পথে নিখোঁজ হন মিঠু নামে ওই কৃষক। পরে তার স্ত্রী ৪ নভেম্বর শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছে তার পরিবার। হত্যার কারণ জানা যায়নি এখনও।