ঝিনাইদহ, সাভার ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত
- আপডেট সময় : ০৬:৩৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহ, সাভার ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে।
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে ট্রাকের ধাক্কায় বাবা ও মেয়ে নিহত হয়। পুলিশ জানায়, মোটরসাইকেলে স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে মাগুরা থেকে গ্রামে ফিরছিলেন সেলিম রেজা । পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মেয়ে সুমাইয়া আক্তারকে মৃত ঘোষণা করে। আহত সেলিম রেজার শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
সাভারে আলাদা সড়ক দুর্ঘটনায় নারী পোশাক শ্রমিকসহ দুই জনের মৃত্যু হয়েছে। সকালে সাভার গেন্ডা বাসষ্ট্যান্ডে একেএম নিট ওয়্যার লিমিটেডের শ্রমিক মরিয়মসহ দুইজন রিক্সায় কারখানায় যাওয়ার পথে পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাদের রিক্সাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মরিয়মের মৃত্যু হয়। অপরদিকে, দুপুরে সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে ট্রাক চাপায় অজ্ঞাত এক পথচারীর মৃত্যু হয়।
সিরাজগঞ্জের শাহজাদপুরের গাড়াদহে মাটি পরিবহন ট্রাক উল্টে আব্দুল ওয়াব নামে এক শ্রমিক নিহত হয়েছে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, নিহতের স্বজনদের সাথে ট্রাক মালিক-চালকের সমঝোতার কারনে থানায় শেষ পর্যন্ত অভিযোগ জমা দেয়নি। অভিযোগ না থাকায় শুধুমাত্র অপমৃত্যুর দেখিয়ে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।