ঝিমিয়ে পড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্র
- আপডেট সময় : ০৭:৪১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
চা বাগানগুলো নিলামে অংশ না নেয়ায় ঝিমিয়ে পড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্র। অনলাইনে নিলামসহ প্রক্রিয়াকে যুগোপযোগী করার দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। মৌলভীবাজারের জেলা প্রশাসক জানান, বড় বড় চা কোম্পানিগুলোকে নিলামে অংশগ্রহণ করাতে চেষ্টা করা হবে।
দেশের চায়ের বাজার চাঙা হওয়ার পরও, ব্রোকার সংকটে শ্রীমঙ্গলের নিলামে অংশ না নিয়ে ব্যবসায়ীরা ঝুঁকছেন চট্রগ্রামের নিলাম কেন্দ্রের দিকে। দেশের ১৬৬টি চা বাগানের মধ্যে ৯৩টি মৌলভীবাজার জেলায়। অথচ, দেড়’শ বছর পর ২০১৮ সালে শ্রীমঙ্গলে চালু হয় চা নিলাম কেন্দ্র। এখন পর্যন্ত মাত্র ২৬ কোটি টাকার চা নিলাম হয়েছে। কিন্তু, সিলেট অঞ্চলের বেশিরভাগ বাগানের চা পাতা চলে যাচ্ছে চট্রগ্রাম নিলাম কেন্দ্রে। এতে করে হুমকির মুখে পড়েছে দেশের দ্বিতীয় এ চা নিলাম কেন্দ্রটি।
শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে রয়েছে মাত্র তিনটি ব্রোকার হাউস। যে কারণে চট্রগ্রাম নিলাম কেন্দ্রের প্রতি আগ্রহী বাগান মালিকরা।এছাড়া, লক্ষমাত্রা অর্জনে শ্রীমঙ্গলেও অনলাইনে নিলাম কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন অনেকে।চা নিলাম কার্যক্রমকে গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানান, জেলা প্রশাসক।
শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রটি বাগান মালিকদের কাছে জনপ্রিয় করতে কার্যকর উদ্যোগের আশা করে সংশ্লিষ্টরা।