ঝুঁকিপূর্ণ গাইবান্ধার ঘাঘট নদীর সেতু
- আপডেট সময় : ০৫:৪৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে গাইবান্ধার সাদুল্যাপুর-নলডাঙ্গা ঘাঘট নদীর ওপর নির্মিত সেতু। নির্ধারিত ওজনের চেয়ে ভারি যানবাহন চলাচলে যে কোন মুহুর্তে ঘটতে পারে দুর্ঘটনা।
ঝুঁকি এড়াতে পাশে নির্মাণ হচ্ছে আরেকটি সেতু, তবে কাজ চলছে খুবই ধীরগতিতে। নির্ধারিত সময়ে মধ্যেই কাজ শেষ হওয়ার কথা জানান সড়ক ও জনপদ বিভাগ।
সাদুল্যাপুর উপজেলা থেকে দুই কিলোমিটার দুরে নলডাঙ্গা সেতু। ঘাঘট নদীর উপর এই সেতু নির্মাণ হয় ৪০ বছর আগে। কয়েকবার নাম মাত্র সংস্কারের ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সেতু।
৫টনের বেশি ভারি ওজনে যানবাহন চলাচল করায় যে কোন মূহুর্তে ঘটতে পারে দুর্ঘটনা। তাছাড় সেতুর প্রস্থ কম হওয়ায় চলাচলেও বিঘ্ন ঘটেছে নির্মাণের পর থেকেই।
স্থানীয় সংসদ সদস্যের আশ্বাসে ঝুঁকিপূর্ণ সেতুটির পাশেই নির্মাণ করা হচ্ছে নতুন সেতু। তবে কাজ চলছে ধীর গতিতে।
সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত সেতুর নির্মাণকাজ শেষ হলে দু’পাড়ের মানুষের যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলে জানান স্থানীয় সংসদ সদস্য।
এদিকে, নির্মাণ কাজে ধীরগতি থাকলেও নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার কথা জানান সড়ক জনপদ বিভাগের এ প্রকৌশলী।
এই সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি টাকা, যা আগামী বছরে এপ্রিল মাসে শেষ হওয়ার কথা রয়েছে।