ঝুঁকি নিয়ে লেবাননে যাচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের জ্বালানি ভর্তি ট্যাংকার
- আপডেট সময় : ০৮:২০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
ঝুঁকি নিয়ে লেবাননে যাচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের জ্বালানি ভর্তি ট্যাংকার। ট্যাংকারটি বৃহস্পতিবার ইরানের পানিসীমা ত্যাগ করেছে। লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ার করে বলেছেন, ইরানি তেল ট্যাংকারের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপকে লেবাননের ভূখণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে গণ্য করা হবে।
লেবাননের জ্বালানি সংকট সমাধানে ট্যাংকারে করে সেদেশে জ্বালানি পাঠাচ্ছে ইরান। লেবাননের বিদ্যুৎ উৎপাদন খাতে এই জ্বালানি ব্যবহার করা হবে। জ্বালানি ভর্তি দ্বিতীয় ট্যাংকার শনিবার লেবাননের উদ্দেশে ইরানের পানিসীমা ত্যাগ করবে। দ্বিতীয় ট্যাংকারটি পেট্রোল নিয়ে যাবে। ট্যাংকারে এখন পেট্রোল লোড করা হচ্ছে। এর আগে লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ- ইরান থেকে জ্বালানি আমদানির সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। লেবাননে বর্তমানে জ্বালানি সংকট দেখা দিয়েছে। বিদ্যুতের অভাবে হাসপাতাল ও খাবার তৈরির কারখানাসহ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। কোনো কোনো প্রতিষ্ঠান এরই মধ্যে বন্ধও হয়ে গেছে।