দেশের ৯ অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশংকা
- আপডেট সময় : ০১:০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
- / ১৭৩৮ বার পড়া হয়েছে
দেশের ৯ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এদিকে, ঘূর্ণিঝড় হামুন দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এতে দক্ষিণাঞ্চলের ওপর থেকে শঙ্কা কেটে গেছে। কক্সবাজারের স্থলভাগে আঘাত হানার পর বেশ দুর্বল হয়ে রাত ১টায় উপকূল পার করেছে হামুন। বর্তমানে মিয়ানমারের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড়টি। ২২ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে সারাদেশে নৌ চলাচল স্বাভাবিক হয়েছে।
ঘূর্ণিঝড় হামুনের আঘাতে কক্সবাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কক্সবাজারের বিভিন্ন উপজেলায় গাছপালাসহ নানা স্থাপনা ভেঙে গেছে। বিদ্যুতের খুটি ভেঙে বিভিন্ন উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। একইসঙ্গে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে মহেশখালীর বিভিন্ন ইউনিয়ন। কক্সবাজারে অন্তত তিন জন নিহতের খবর পাওয়া গেছে।