ঝড়ো বাতাসে পন্টুন ছিঁড়ে মাইক্রোবাস নদীতে, চালক নিখোঁজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
হঠাৎ ঝড়ো বাতাসে দৌলতদিয়ার ৫ নম্বর পন্টুনের তার ছিঁড়ে ঢাকাগামী একটি মাইক্রোবাস নদীতে পড়ে ডুবে গেছে। এ ঘটনায় ডুবে যাওয়া মাইক্রোবাসের ভেতরে থাকা চালক নিখোঁজ রয়েছেন।
সকাল আনুমানিক ১১টার সময় ঝড়ো বাতাসের কারণে দৌলতদিয়া ৫ নম্বর পন্টুনের তার ছিঁড়ে যায়। এসময় মাইক্রোবাসটি নদীতে পড়ে সঙ্গে সঙ্গে ডুবে যায়। ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আশরাফুল ইসলাম জানান, দুপুর সোয়া ১টার দিকে ডুবে যাওয়া মাইক্রোবাসটি রেকার দিয়ে উদ্ধার করা হয়েছে। গাড়িটি উদ্ধার করা গেলেও ভেতরে কাউকে পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের ডুবুরিরা গাড়ির চালককে উদ্ধারের চেষ্টা করছে।