টঙ্গীতে তুলার গুদামে আগুন লেগে পুড়ে গেছে বিপুল পরিমাণ তুলা, মেশিনারিজসহ বহু মালামাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে আগুন লেগে পুড়ে গেছে বিপুল পরিমাণ তুলা, মেশিনারিজসহ বহু মালামাল।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কেউ হতাহত হয়েছেন এমন খবর পাওয়া যায়নি। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, ভোরে টঙ্গী মিলগেট এলাকায় তুলার গুদামে আগুন লাগলে মুহূর্তে তা চারপাশে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার স্টেশনের ৪টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় গুদামে থাকা তুলা, মেশিনারিজ ও মালামাল পুড়ে যায়।