টঙ্গীর মিলগেট এলাকায় দু’টি ঝুটের গুদামে অগ্নিকাণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় দু’টি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চার ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী, উত্তরাসহ আশেপাশের ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঝুট মালামালসহ ঢেউটিন পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে গিয়ে আহত হন ৩ জন।