টাইগারদের দায়িত্বে আসছেন বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্স
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
আবারও টাইগারদের দায়িত্বে আসছেন বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্স। ব্যাটিং পরামর্শক হিসেবে সিডন্সকে নিয়োগ দিয়েছে ক্রিকেট বোর্ড। কত দিনের জন্য দায়িত্ব এবং কার অধীনে থাকবেন সিডন্স, তা এখনও জানাননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, সিডন্স জাতীয় দলের দায়িত্বেও থাকতে পারেন, আবার বয়সভিত্তিক দলের সাথে কাজ করতে পারেন। এটি নির্ধারিত হবে বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী। জেমি সিডন্স ২০০৭ সালের অক্টোবরে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি পদত্যাগ করেন। জাতীয় দলের ব্যাটিং দুর্বলতা কাটাতে এবার হেড কোচের বদলে সিডন্সকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।