টাকার বিনিময়ে এমবিবিএস সার্টিফিকেট প্রদানকারী বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ৪ ভুয়া চিকিৎসক গ্রেফতার
- আপডেট সময় : ০৮:৩৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
টাকার বিনিময়ে এমবিবিএস সার্টিফিকেট প্রদানকারী বিশ্ববিদ্যালয়ের ভিসি নুরুল হক সরকার ও একজন সহযোগীসহ চারজন ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। এদিকে হত্যা, খুনসহ ১৫টি মামলার আসামী নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী রিয়াজ বাহিনীর প্রধানকে ৪ সহযোগীসহ গ্রেফতার করেছে রেব। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবা।
প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠান খুলে এমবিবিএস, বিডিএস, এমফিল, পিএইচডি, ইঞ্জিনিয়ারিংসহ ১৪৪টি বিষয়ে সার্টিফিকেট দিতেন উপাচার্য ভূয়া চিকিৎসক নুরুল হক সরকার। ১৯৯৬ থেকে শত শত ভুয়া সার্টিফিকেট দিয়েছেন তিনি। প্রতিটি সার্টিফিকেটের জন্য হাতিয়ে নিয়েছেন ৫ থেকে ২৫ লাখ টাকা।
রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
নারায়ণগঞ্জে ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন ‘সন্ত্রাসী’ কার্যক্রমের অভিযোগে স্থানীয় ‘রিয়াজ বাহিনীর’ প্রধানসহ পাঁচজনকে বিভিন্ন অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে রেব।
কাওরানবাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে রেবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, বুধবার রাতে রূপগঞ্জ ও সোনারগাঁও থেকে তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে জানান এই রেব কর্মকর্তা।