টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২
- / ১৫৩০ বার পড়া হয়েছে
নোয়াখালীর সোনাইমুড়ীতে হাসিলের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছে।
স্থানীয়রা জানায়, সোনাইমুড়ী হাইস্কুল মাঠে ঈদুল আজহা উপলক্ষে একটি গরু বাজার বসে। বাজার শেষ হলে হাসিলের টাকার ভাগ ভাটোয়ারা নিয়ে ছাত্রলীগ নেতাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ বিরোধের জেরে রোববার রাতে উপজেলা ছাত্রলীগের সদস্য রিফাতুল ইসলাম তার দোকান থেকে বাড়ি ফেরার পথে মদিনা ভবনের সামনে রাসেল, জয়নালসহ ১০-১৫ জন তার গতিরোধ করে পায়ে গুলি করে। এ সময় রিফাতের অনুসারীরা প্রতিরোধ করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয় ৫ জন।