টাকা পাচার রোধে ভ্যাট আইন সংশোধন প্রয়োজন বলে দাবি
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪০:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
টাকা পাচার রোধে ভ্যাট আইন সংশোধন প্রয়োজন বলে দাবি করেছেন বাংলাদেশ ট্যাক্স ল’ইয়াস অ্যাসোসিয়েশন এবং ঢাকা ট্যাক্সেসেস বার এসোসিয়েশনের নেতারা।
জাতীয় প্রেসক্লাবে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়া এ দাবি জানান তারা। এ সময় ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহরাব উদ্দিন বলেন, বাজেট ঘাটতি মেটাতে করদাতার সংখ্যা বাড়ানোর বিকল্প নেই। দেশে ৭৫ লাখ টিআইএন ধারী লোক থাকলেও রিটার্ন দাখিল করে মাত্র ২৫ লাখ করদাতা। বাজেটে পাচারের টাকা দেশে ফেরত আনার প্রস্তাবকে স্বাগত জানিয়ে, কোম্পানি কর হ্রাস ও করমুক্ত আয়ের সীমা তিন লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ করার দাবি জানান তারা।