টাঙ্গাইলের এলেঙ্গা পৌর এলাকা থেকে এক ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকা থেকে সুমাইয়া নামে এক ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় একই স্থান থেকে গুরুতর আহত অবস্থায় মনির নামের এক কিশোরকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গলাকাটা অবস্থায় ওই কিশোরী ও এক কিশোরকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় আহত অবস্থায় কিশোরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থাও আশংকাজনক। নিহত স্কুলছাত্রী উপজেলার পালিমা গ্রামের ফেরদৌস রহমানের মেয়ে। সে এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়তো। পুলিশ জানায়,হত্যাকান্ডের তদন্ত চলছে। খুব শীঘ্রই এর রহস্য উদঘাটন করা হবে।