টাঙ্গাইলের মধুপুরে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
- / ১৫২৮ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মধুপুরে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে।
সকাল ৭টার দিকে মধুরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রুপালী ফিলিং স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তারিক কামাল জানান, মধুপুরগামী পিকআপ ভ্যানের সঙ্গে জামালপুরগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই শিশু ও তার মাসহ তিনজন নিহত হয়। দুর্ঘটনা কবলিত পরিবহন গুলো জব্দ করে থানায় আনা হয়েছে। এছাড়া নিহতদের পরিচয় সনাক্তে চেষ্টা চলছে বলেও জানান তিনি।