টাঙ্গাইলের মির্জাপুরে নাসির গ্লাসওয়্যার এন্ড ইন্ডাস্ট্রিজে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মির্জাপুরে নাসির গ্লাসওয়্যার এন্ড ইন্ডাস্ট্রিজে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারি পরিচালক মোহাম্মদ রেজাউল করিম জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়ায় অবস্থিত গ্লাসওয়্যার কারখানাটিতে রাত ১২টার দিকে আগুন লাগে।আগুনের সূতপাত্র সম্পর্কে কিছু জানা যায়নি। খবর পেয়ে টাঙ্গাইল, মির্জাপুর,বাসাইল ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসসহ মোট ৮টি ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি এখনও।