টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন। আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন তিনি।
টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, ২০১৫ সালের ২১ মার্চ চেচুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী- ১০ বছর বয়সী শিশুটি বাড়ির পাশে খেলছিলো। এসময় একই গ্রামের লিয়াকত আলী বরই খাওয়ার লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরে, এ ঘটনা গোপন রাখতে তাকে ভয়-ভীতি দেখিয়ে ঘরে থেকে বের করে দেয়। কিন্তু, শিশুটি পরের দিন পরিবারের কাছে বিষয়টি জানালে তার দাদা আব্দুল আউয়াল বাদী হয়ে ২ এপ্রিল নাগরপুর থানায় ধর্ষণ মামলা করেন।