টাঙ্গাইলে সেপটিক ট্যাংক নির্মাণের সময় মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
- / ১৫৯০ বার পড়া হয়েছে
টাঙ্গাইল সদরে বাড়ির সেপটিক ট্যাংক নির্মাণের সময় মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন দু’জন শ্রমিক।
দুপুরে টাঙ্গাইল পৌরসভার আশিকপুর এলাকার নজরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে পাঁচ শ্রমিক নতুন ভবনে সেপটিক ট্যাংক নির্মাণের জন্য মাটি খুঁড়ে কুয়া তৈরি করছিলেন। এ সময় শ্রমিকরা প্রায় ১৩ থেকে ১৪ ফুট মাটি খুঁড়ে নিচে নামেন। পরে, ওপর থেকে মাটি ধসে তাদের ওপরে পড়ে। এতে আনন্দ পাল ও নিধন পাল মাটিচাপা পড়েন। ফায়ার সার্ভিস সদস্যরা মাটি সরিয়ে ওই দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেন।