টাঙ্গাইল অটোরিক্সা আর সংস্কার কাজে প্রধান সড়কে যানজট
- আপডেট সময় : ০৬:২০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
টাঙ্গাইল পৌর শহরে ব্যাটারী চালিত রিক্সা আর শহরের প্রধান সড়কটি সংস্কার কাজ চলমান থাকায় শহরের প্রধান সড়কে প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছে।এতে করে ভোগান্তি বাড়ছে পৌরবাসী। কোন প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে পৌরকর্তৃপক্ষ এসব ব্যাটারী চালিত রিক্সার লাইসেন্স দিচ্ছে। পৌর মেয়র ভোগান্তির কথা স্বীকার করেছেন।
টাঙ্গাইল শহরের প্রধান সড়কটি ব্যাটারী চালিত অটোরিক্সার দখলে থাকে। টাঙ্গাইলের পৌর এলাকার ১৮টি ওয়ার্ডে বৈধ অবৈধ প্রায় ১২ হাজার অটো রিক্সা চলাচল করছে। নগরবাসী গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে।
টাঙ্গাইল শহরে যানবাহনের ব্যবহার থাকলেও পর্যাপ্ত সড়ক নেই। অন্যদিকে শহরের প্রধান সড়ক নিড়ালা মোড় থেকে জেলা সদর পর্যন্ত সড়কটি একমাস যাবত বন্ধ রাখা হয়েছে। ফলে যানজটের মাত্রা বেড়ে গেছে। চরম দুর্ভোগে পড়ছেন চলাচলকারীরা। মুক্তি চান এই নাভিশ্বাস জীবন থেকে।
পূর্ব অভিজ্ঞতা হীন অটোচালকরা ট্রাফিক আইন মেনে চলেন না বিধায় আরো সমস্যার তৈরি হচ্ছে।
দায়িত্বরত ট্রাফিক পুলিশ জানান, সড়কে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যানবাহন চলাচল করায় যানজট নিরসনে হিমশিম খেতে হচ্ছে তাদের।
এদিকে টাঙ্গাইল পৌর মেয়র ভোগান্তির কথা স্বীকার করেন। জানান, শহরের প্রধান রাস্তার সংস্কার কাজ শেষ হলেই যানজট কমে আসবে।
পৌরসভার তথ্যমতে শহরে নিবন্ধিত শ্রমিক রয়েছে ৭ হাজার।