টাঙ্গাইল ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ ,আহত ১৩ জন
- আপডেট সময় : ০৫:৫৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
টাঙ্গাইল ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৩ জন।
টাঙ্গাইলে সিমেন্টবাহী ট্রাক উল্টে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন। ভোর ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কান্দিলায় এই দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সিমেন্ট-ভর্তি একটি ট্রাক কান্দিলায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের ওপরে থাকা ৬ জন নিহত হয়। আহত হয় ১০ জন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।
…..
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী ভ্যান ও ডিম-ভর্তি পিকআপের সংঘর্ষে ইমরান শেখ নামে এক ভ্যানচালক নিহত হয়েছে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুর রহমান জানান, ঢাকাগামী একটি প্রাইভেটকার ঢাকা-খুলনা মহাসড়কের রাতইল এলাকায় পৌঁছুলে প্রথমে যাত্রীবাহী একটি ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ঢাকাগামী ডিম-ভর্তি অপর একটি পিকআপ– নিয়ন্ত্রণ-হারানো ভ্যানটিকে চাপা দিয়ে মহাসড়কের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ইমরান শেখ নিহত ও তিন যাত্রী আহত হন।