টাঙ্গাইল, গাজীপুর, কুমিল্লা ও গোপালগঞ্জে আলাদা সড়ক দূর্ঘটনায় ১০ জন নিহত
- আপডেট সময় : ০৫:০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ চারজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, রাতে জামালপুর থেকে একটি বাস ঢাকা যাওয়ার সময় এবং ধনবাড়ী থেকে দুই যাত্রীসহ একটি ভ্যান জামালপুর আসার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের চালক বাবুল কর্মকার ও সাইফুল ইসলাম নিহত হয়।
গাজীপুরের কাপাসিয়ায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। সকালে কিশোরগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কায় দেয় ঢাকাগামী একটি বাস। এতে সিএনজিতে থাকা ৫ যাত্রী গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দির বেকিনগরে বাস চাপায় তিন মোটরসাইকেল আরোহী মারা গেছেন। পুলিশ জানায়, দাউদকান্দির বেকিনগর এলাকায় মোটরসাইকেল নিয়ে সংযোগ সড়ক থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওঠার সময় ঢাকাগামী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন স্থানীয় পত্রিকার সাংবাদিক ও দুই ভাই ছিলেন।
গোপালগঞ্জে আলাদা সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন আরও দুজন। ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীতে মোংলাগামী জেবি পরিবহনের একটি বাস অপর দিক থেকে আসা নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমন উল্টে পথচারী জামাল শেখের উপর পড়লে ঘটনাস্থলে মারা যান তিনি। অপরদিকে, ভাইয়ের বিয়েতে বরযাত্রীর ভ্যানে যাবার পথে প্রমিলা রায় নামে একজন নিহত হন।