টাঙ্গাইল, বরিশাল, নেত্রকোণা ও দিনাজপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
- আপডেট সময় : ০৫:১৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
- / ১৬১৫ বার পড়া হয়েছে
টাঙ্গাইল, বরিশাল, নেত্রকোণা ও দিনাজপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে খালা ও ভাগ্নি নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সিএনজিটি এলেঙ্গা থেকে গাজীপুরের দিকে যাচ্ছিল। রাবনা বাইপাস এলাকায় পৌছালে সিরাজগঞ্জগামী এসআই পরিবহনের একটি বাস সিএনজিটিকে পিছন থেকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।
ঢাকা বরিশাল মহাসড়কে বাস ও ট্যাংকলরীর মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছে। পুলিশ জানায়, বরিশাল থেকে বিএমএফ পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। এ সময় বিপরীতমুখি ট্যাংক লরীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হয়। ।
নেত্রকোনার দুর্গাপুরে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হক নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের উওর কৃষ্ণেচর এলাকায় অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে রাতে মারা যান তিনি।
এদিকে, দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ এলাকায় ট্রাক চাপায় এক পথচারী নিহত হয়েছে। সকালে ওই পথচারী রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ময়মনসিংহ মহানগরীর মিন্টু কলেজ রেলগেইট এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে রাশেদ মিয়া নামে এক যুবক নিহত হয়েছে।
রেলপুলিশ জানায়, ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনটি মহানগরীর মিন্টু কলেজ রেলগেট এলাকায় আসতেই ট্রেনের ছাদ থেকে রাশেদ মিয়াসহ আরও দুই শিশু পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাশেদ ট্রেনে কাটা পড়ে মারা যায়। শিশু দুটি অক্ষত অবস্থায় থাকলেও একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।